
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি)-র জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) বিকেল ৪ টায় রায়কালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রায়কালী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এসময় বিশেষ অতিথি হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, আক্কেলপুর থানা বিএনপির আহবায়ক জামশেদ আলম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী, যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।