নাগরপুরে শহীদি মার্চ পালন

শরিফুল ইসলাম (লিমন) ,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ । ২:৩০ অপরাহ্ণ

ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরে শহীদি মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে নাগরপুর যদুনাথ সরকারি স্কুলের বকুল তলা প্রাঙ্গন থেকে একটি রোর্ড মার্চ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে আন্দোলনে ছাত্রদের হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা।

এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানানো হয় মিছিল পরবর্তী সমাবেশ থেকে। দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন