পাইকগাছার লতায় বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা খুলনা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলার লতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় লতা ইউপির হানিবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, লতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ ইব্রাহীম গাজী।

এসময় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাসুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জনাব ডাঃ তৈবুর রহমান, বি,এন,পি,নেতা আবু তুহিন ওমর ফারুক মিঠু, খলিল হাওলাদার, ইউসুফ হাওলাদার, মনিরুল সরদার, মনিরুল বিশ্বাস, জুলফিকার মোল্লা, মুবারক বিশ্বাস, যুবনেতা মীর রুবেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক, মোঃজিয়ারুল গাজী, মোঃহাবিবুর রহমান, লুতফার হাওলাদার, মীর মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোঃ ইব্রাহীম গাজী বলেন, দলের মধ্যে বিভেদ ভুলে সবাইকে এক যোগে কাজ করার পাশাপাশি বিএনপি’র নেতাকর্মীদের সুসংগঠিত ও শৃঙ্খলা বাস্তবায়ন করতে হবে।

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সবাইকে দেশের উন্নয়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন