মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত নেতার সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ । ১১:৫৯ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার বিকেলে মালয়েশিয়ার দূতাবাসে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন