দিনাজপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবায়ক কমিটি গঠন

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:১১ অপরাহ্ণ

সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অর্ন্তভুক্ত দিনাজপুর জেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহবায়ক- মেসার্স আমবাড়ী ফার্মেসী’র স্বত্ত্বাধিকারী মোঃ তৈয়বুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক- মেসার্স হা-মীম ফার্মা’র স্বত্ত্বাধিকারী মোঃ হাফিজুর রহমান ও যুগ্ম আহবায়ক মেসার্স রাসেল ড্রাগ’র স্বত্ত্বাধিকারী এস জে আহবাবুল আলমসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যা অনুমোদনের জন্য বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঢাকা’র সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দিনাজপুর জেলা শাখার কার্যালয়ে ৭০জন সদস্যদের উপস্থিতিতে এবং মোঃ তৈয়বুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঢাকা বাংলাদেশ এর সভাপতি বরাবর দেওয়া অনুমোদন পত্রে বলা হয়েছে যে, দিনাজপুর জেলা শাখায় ১৭ বছর কোনো প্রকার নির্বাচন না দিয়ে পূর্বের কমিটির নেতৃবৃন্দ সমিতির কাজ চালিয়ে আসছে।

তারা এই ১৭ বছরে দূর্নীতি- স্বেচ্ছাচারিতা- বিধিভঙ্গ এবং অর্থ আত্মসাৎ ও তহবিল তসরুপাত এর অভিযোগের কারণে জরুরী সভায় উক্ত পূর্বের কমিটিকে বাতিল ঘোষনা করে এবং সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয়ভাবে উক্ত আহবায়ক কমিটির অনুমোদন হয়ে এলে এই কমিটির তত্ত্বাবধায়নেই আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করারও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন