আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবসকে সামনে রেখে স্মারকলিপি প্রদান

নেত্রকোণা-প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ । ৩:৩৬ অপরাহ্ণ

প্রতি বছরের ন্যায় আগামী ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী
কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে, স্বেচ্ছাসেবী সংগঠন নবধারা,সবুজ সংহতি,মদন সম্মিলিত যুব সমাজ, ও
বারসিক এনজিও উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, অস্বাভাবিকভাবে ক্লোরোফ্লোরোকার্বন ও ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস উৎপাদন ও ব্যবহারের ফলে ওজোনস্তর ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভূপৃষ্ঠ এতটাই উওপ্ত হচ্ছে যে, এতে করে বদলে গেছে আবহাওয়া, প্রকৃতি ও পরিবেশ। এর প্রভাবে উপজেলার নদী, হাওর, খাল,বিল,পুকুর, বন,গাছ দিন দিন বিলুপ্ত হচ্ছে। কমে যাচ্ছে দেশিয় গাছগাছালি, লতাপাতা, ফুল,পাখি। আমাদের প্রাণ, প্রকৃতি,পরিবেশ সুরক্ষা জন্য সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইমান হোসেন মেহেদী , মোঃ বিপুল মিয়া,মোঃ রবিউল ইসলাম, সুমন দেবনাথ, সাইফ বিন ফজল, নাফিসা আক্তার,মোঃ কামরুল হাসান, মেহেরিন, প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন