
নাম তার সিহাব খান। ৯ ম শ্রেণী থেকে ছাত্রদল এ তার আগমন। ছোট থেকে তার বাবা ও মামাদের কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গল্প শোনে তার বেড়ে ওঠা। ছোট থেকে তার ইচ্ছে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হওয়ার।
কর্মী হয়ে দলের সাথে কাজ করতে করতে সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সুখী হয়ে যায়। কলেজ জীবনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখার সহ-সভাপতি পদে নিযুক্ত হন। তার নামে বিএনপি’র দুইটি দলীয় মামলাও রয়েছে।
শিহাব খান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি আবু হাসান সাধারণ সম্পাদক রিগান এর জেলা কমিটির পৌর শাখাতে ছিল।
এখন সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় একজন কর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বিশেষ অবদান ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শ ধারণ করে সে রাজনীতিতে এগিয়ে যেতে চাই। আগামীতে বগুড়া জেলা যুবদলের একটি ভালো পদ প্রত্যাশী।