
নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর দুলালপুর সংলগ্ন খালপাড় এলাকার কাজল এর ছেলে শাওন( ২০) এর বিবারটেক ভাড়া নিয়ে কতিপয় ছিনতাইকারীরা ১৩ইং সেপ্টেম্বর সন্ধ্যায়,কাদিরচর নির্জন এলাকায় নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বিবারটেক নিয়েপালিয়ে যায়। গুরুতর আহত শাওনকে এলাকা বাসির সহযোগিতায় জরুরী ঢাকায় নিয়ে যাওয়া হয়। শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং একটি ধারালো অস্ত্র চাপাতি উদ্ধার করেন।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তূতি চলছে বলে জানা যায়। আহত শাওনের অবস্থা আশংকা জনক। প্রচুর রক্ত ক্ষরণ হওয়াতে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাসপাতালের ডাক্তার, নার্স দের অবহেলায় হাতে কাঁটা জখম ইনফেকশন হয়েছে বলে ছেলের বাবা ভ্যানচালক, কাজল ১৫ইং সেপ্টেম্বর রবিবার জানান। ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন কিশোর শাওনের মা বাবার পক্ষে অনেক কষ্টকর এই ব্যায়ভার বহন করা। মানুষের সাহায্যে কোনো রকমে চিকিৎসা চলছে।
এক ই এলাকার কিশোর গ্যাং এর সদস্য ও মাদকসেবী এই ঘটনাটি ঘটিয়েছে বলে আহত শাওন জানান, তাদের নাম ঠিকানা পাওয়া গেছে।
বর্তমানে আসামিরা পলাতক রয়েছে। গ্রাম বাসির তথ্য মতে জানা যায়, এই কিশোর গ্যাং এর সদস্যরা গ্রামের অসাধু কিছু মানুষের ছএছায়ায় এলাকায় অনৈতিক কর্ম কান্ড সহ বিভিন্ন অপরাধ ও মাদক সেবন করে থাকে। এদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়না।
সূএমতে জানা যায়, ভ্যানচালক কাজলের ছেলে শাওনকে চাপাটি দিয়ে কুপিয়ে আহত করে বিবারটেক নিয়ে যায়। তারা সকলেই কিশোর গ্যাং এর সাথে জড়িত। আশিক (২১)পিতা, আমিন মোল্লা, লিহান (২০) পিতা, সুরুজ মিয়া, সাগর ( ২১) পিতা, অজ্ঞাত, কাশেম(২২)পিতা, মোতালিব, সর্বসং, দুলালপুর, খাল পার, থানা, শিবপুর বলে জানা যায়,এছাড়া আরো বেশ কয়েকজন কিশোর গ্যাং এর সাথে ছিল বলে জানান, ভূক্তভোগীরা। ঘটনার ৩/৪দিন পার হলে ও আসামি ধরতে পুলিশের ভূমিকা রহস্যজনক।