গুইমারায় “এক টাকায় বাজার” আয়োজন: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:১৩ অপরাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে গুইমারায় অনুষ্ঠিত হলো “এক টাকায় বাজার”।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর, ২০২৪) সকালে গুইমারা কলেজ মাঠে উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এই উদ্যোগের মাধ্যমে পাঁচ উপজেলার অন্তত ৬০০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। তারা বাজার থেকে ১৯ ধরনের পণ্যের মধ্যে ৭টি পণ্য বেছে নিতে পারেন, যার মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগী, কাপড় এবং শিক্ষা উপকরণ। এছাড়া বিশেষ পুনর্বাসন সহায়তার আওতায় ১০টি পরিবারের হাতে গরু, সেলাই মেশিন এবং মুদি দোকানের মালামাল তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল কামরুল হাসান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিনসহ অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই ধরনের উদ্যোগ গুইমারা অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন