ভোলা সরকারি কলেজে পরিষ্কার-পরিছন্নতা অভিযান ও র‌্যালি অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:০৫ অপরাহ্ণ

ভোলা সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ‘সবাই মিলে সুস্থ থাকি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় কলেজ প্রশাসনের আয়োজনে ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করা হয় ।

এসময় কলেজের প্রধান ফটক, একাডেমিক ভবনের চারপাশ, শহিদ মিনার চত্বর, পুকুরের চারদিকসহ বিভিন্ন স্থান পরিষ্কার-পরিছন্ন করা হয় । পরিছন্নতা অভিযান ও র‌্যালিতে কলেজের রেডক্রিসেন্ট, বিএনসিসি, রোভার স্কাউট সদস্যগণ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।

এসব কার্যক্রমে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর রাজা রাশেদ আলমগীর, ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর অমিত পার্থ, দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর ইকবাল হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্ল্যাহ স্বপন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্ট, কলেজ টিমের সম্পাদক মো. জামাল উদ্দীন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, ইতিহাস বিভাগের প্রভাষক ও বিএনসিসির পিইউও মো. শাহাব উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ মো. এরশাদ, প্রভাষক মো. আজগর আলী, ভোলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মেসকাত আহাম্মেদ প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন