আটপাড়ায় মাছের পোনা অবমুক্তকরণ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ । ১:৪৯ অপরাহ্ণ

নেত্রকোনার আটপাড়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুর, মগড়া নদী, সুমাইখালী খাল সহ বিভিন্ন জলাশয়ে ৪৮৩ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (কেন্দুয়া) আজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক,
সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরীসহ মৎস্য অফিসের কর্মচারী, ও মৎস্যজীবিরা। উপজেলা কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ২০২৪/২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি জলাশয়ে ৪৮৩ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন