কালাইয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে মানববন্ধন

মো:মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৪০ অপরাহ্ণ

জয়পুরহাট কালাই উপজেলার বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদরাসা) শিক্ষা পরিবারের আয়োজনে ২৪ শে সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে থুপসারা দাখিল মাদ্রাসার শিক্ষক ও সমন্বয়ক নাজমুল হকের নেতৃত্বে বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক আলী, পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, বহুতি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামাত আলী ও গাড়ইল দাখিল মাদ্রাসার সুপার আশরাফুল আলম আরো প্রমূখ।

বক্তাগণ তাদের দাবী তুলে ধরে বলেন, ছাত্র জনতার বৈষম্যবিরোধী দেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি, সরকারি বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিশাল বৈষম্য তৈরি করে রাখা হয়েছে যা শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। মানববন্ধনকারীরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য জোর দাবী জানিয়েছেন।

উক্ত মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন