
গত ২৪সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুরে বিকেল ৩টা নাগাদ বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ভাটরা ইউনিয়নের জামায়াতে ইসলামের সম্মানিত আমীর মোহাম্মদ রেজা স্যারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সংগ্রামী সভাপতি আমিরুল ইসলাম মনির এবং উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিবিরের সাথী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সভাপতি মোহাম্মদ রেজা বলেন,”ইসলামিক আদর্শে উজ্জীবীত আমাদের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।আগামী দিনে ছাত্রশিবির সকল প্রকার অন্যায় রুখে দিবে এবং ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সজাগ থাকবে।”
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমিক অনুষ্ঠানে হামদ ও নাতে রাসুল(সাঃ) পরিবেশন করা হয়।পরিশেষে ছাত্রদেরকে বাংলাদেশ ছাত্রশিবিরে যোগ দিয়ে আগামী দিনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ৩ নং ভাটরা ইউনিয়ন ছাত্রশিবিরের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক
রাফিউল ইসলাম রিফাত।