গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ । ৩:২৮ অপরাহ্ণ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডল বাজার সংলগ্ন উত্তর রসুলপুর গ্রামে বৃহস্পতিবার সকালে অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিধান চন্দ্র (৩৪) ও স্ত্রী কমলী রাণী (২৯)।

জানা গেছে, সকালে বিধান চন্দ্র দাস অটোরিকশা চার্জ দেয়ার জন্য সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত: হঠাৎ করে তারে হাত লেগে বিধান চন্দ্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

এসময় তার স্ত্রী কমলী রাণী এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনে মারা যান। এ ব্যাপারে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিধান চন্দ্র ও তার স্ত্রী কমলী রাণীর মৃত্যুর বিষয়টি করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন