
বিশ্ব পর্যটন দিবস ২০২৪ উপলক্ষে “পর্যটন শান্তির সোপান” প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার, ২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি ও সহকারী কমিশনার নোমান ইবনে হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাছিরুল আলম, পিটিআই সুপারিনটেনডেন্ট রুমা দাশ, পর্যটন মোটেলের ম্যানেজার উত্তম কুমারসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা ও টুরিস্ট পুলিশ সদস্যরা।