দিনাজপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ফিজারের চিরবিদায়

আরিফুল ইসলাম (আরিফ), ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:২২ অপরাহ্ণ

দিনাজপুর-৫ আসন থেকে টানা আটবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭১) বছর।

গতকাল রবিবার রাত ৮ টা ৩ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি ২০০৯ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের সংসদ নির্বাচনের পর অসুস্থ হয়ে পড়েন।
মোস্তাফিজুর রহমানের জন্ম ১৯৫৩ সালের ২৯ নভেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার জামগ্রাম গ্রামে। তাঁর বাবার নাম মোবারক হোসেন এবং মায়ের নাম শাহেদা খাতুন।
তর প্রথম জানাজার নামাজ ঢাকায় অনুষ্ঠিত, হয় দ্বিতীয় জানাজার নামাজ পার্বতীপুর অনুষ্ঠিত হয়, তৃতীয় জানাজার নামাজ ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়, এবং চতুর্থ জানাযার নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে নিজ গ্রাম রুদ্রানির জামগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন