
সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়িতে সেনা রিজিয়নের পক্ষ থেকে উদযাপন কমিটির জন্য উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৪) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার প্রদান করেন ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান (এসপিপি, এনডিসি, পিএসসি)।
এ সময় খাগড়াছড়ি সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের জন্য ৩০ হাজার টাকা এবং অন্যান্য পূজামণ্ডপের জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এছাড়া, দু’জন ব্যক্তিকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সবমিলিয়ে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার উপহার প্রদান করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান উৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, সবাইকে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে হবে এবং উৎসব চলাকালীন সময়ে সচেতনতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে সেনা রিজিয়নের বিভিন্ন কর্মকর্তা, পূজামণ্ডপ উদযাপন কমিটির প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।