ভূরুঙ্গামারী ছাত্র দলের আহ্বায়ক কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৪:১৫ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভূরুঙ্গামারী ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু কে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে শোকজ করা হয়।

চিঠিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম জেলা শাখার অধীনস্থ ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৭/১০/২০২৪ ইং তারিখের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর দৈনিক দেশের কন্ঠ সহ বেশ কিছু সংবাদপত্রে ভূরুঙ্গামারী ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু সহ কয়েকজন নেতা কর্মীদের বিরুদ্ধে দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাধা দেওয়ার অভিযোগের সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ এর অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে বলে গনমাধ্যম কর্মী কে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাছান জোবায়ের হিমেল।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন