নবীগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ । ৮:২৩ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ডাঃ আসাদ হোসাইন (৩৭)নামে আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

গত সোমবার (০১অক্টোবর) গোপন সংবাদ ভিত্তিতে রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি হল- নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মৃত্যু ইলিয়াছ হোসেনের পুএ ডাঃ আসাদ হোসাইন (৩৭) । দায়রা-১২৯০/২২ মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজা ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এবং দায়রা নং-৩১১/২২ মামলায় ১০ লক্ষ টাকা জরিমানা ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

হবিগঞ্জ পুলিশ সুপার রেজাউল হক খান বিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ থানার এএসআই/মোঃ ওয়াশিম সংগীয় ফোর্সসহ হবিগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন