হাতিবান্ধায় বিএনপির কার্যালয় ভাংচুর,মামলায় আ.লীগ ও ছাত্রলীগ সহ আটক ৩

মো:সিরাজুল ইসলাম পলাশ, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ । ৬:২৮ অপরাহ্ণ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ অক্টোবর) গভীর রাতে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় ও একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে।
ভেলগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায় লালমনিরহাট জেলার সদরে মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার পার্টি অফিস ভাংচুর মামলায় তাদের আটক করা হয়েছে এছাড়াও অনেক মামলা চলমান আছে পুলিশের কার্যক্রম গতিশীল করতে অভিযান চলোমান থাকবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন