বগুড়া নবাগত পুলিশ সুপারের সঙ্গে মানবাধিকারের এসোসিয়েশন সংগঠনের নেতৃবৃন্দদের সাক্ষাৎ

আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ । ৭:১৫ অপরাহ্ণ

বগুড়া নবাগত পুলিশ সুপার জনাব জেদান আল মুসা (পিপিএম) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দরা এসপি অফিস কার্যালয়ে।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি জাহাঙ্গীর মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রায়হান, সহ-প্রচার সম্পাদক বিল্লু মানিক, মৎস্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

দেশের চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোক আলোচনা হয় এবং এসপি মহোদয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের পাশে সার্বিক সহযোগিতা কামনা করেন।

বগুড়াই আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ফিরিয়ে আনতে এবং বিগতদিনে আইন-শৃঙ্খলা বাহিনীকে যেভাবে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে ভবিষ্যতেও সহোযোগিতা করা হবে এই মর্মে সংগঠনের সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার নবাগত পুলিশ সুপার জনাব জেদান আল মুসা (পিপিএম) মহোদয়কে আশ্বস্ত প্রদান করেন।।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন