
শনিবার ( ৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস,বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই দিবসটি পালিত হচ্ছে। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ছিল, ” শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এ স্রোগানকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
পরে উপজেলাএকাডেমিক সুপার ভাইজার জোছনা বেগমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
সভায় বক্তব্য রাখেন, শহীদ স্বরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান, শিক্ষক,মোঃ আক্কাস উদ্দিন, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, মেহেরুনেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান। ্
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ জামাল মিয়া, সমির কুমার দাস, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, মোঃ শামসুল হক, মোঃ জাকারিয়া মির্জা,কামাল হোসেন প্রমূখ।