রাজস্থলী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আজগর আলী খান সম্পাদক আইয়ুব চৌধুরী

রাজস্থলী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন
হাবীবুল্লাহ মিসবাহ, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটিঃ
প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ । ৪:১৬ অপরাহ্ণ

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে দৈনিক পূর্বকোণ পত্রিকার রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান সভাপতি ও দৈনিক সাঙ্গু পত্রিকার রাজস্থলী প্রতিনিধি আইয়ুব চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ অক্টোবর ) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের হলরুমে এক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে এই নির্বাচন সম্পন্ন হয়।

সভাপতি পদে আজগর আলী খান ও সাবেক সাধারণ সম্পাদক হারাধন কর্মকার দুইজনে প্রার্থী হওয়ার পর সাবেক সাধারণ সম্পাদক হারাধন কর্মকার আজগর আলী খানকে সমর্থন করলে সকলের মতামতের ভিত্তিতে আজগর আলী খান সভাপতি হিসেবে নির্বাচিত হন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে আইযুব চৌধুরীর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সর্বসম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদক হারাধন কর্মকারকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।

এছাড়াও এতে সিনিয়র সহসভাপতি দৈনিক আমার বার্তার রাজস্থলী প্রতিনিধি চাইথোয়াইমং মারমা, সহ সভাপতি মোঃ কাইয়ুম হোসেন মিরাজ, সহসাধারণ সম্পাদক দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক ভোরের পাতার রাজস্থলী প্রতিনিধি হাবীবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের সংবাদ রাজস্থলী প্রতিনিধি মোঃ সুমন, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ সমাচার রাজস্থলী প্রতিনিধি নুসরাত জাহান নিশু এবং কার্যকরী কমিটির সদস্য দৈনিক নতুন সময় রাজস্থলী প্রতিনিধি মিন্টু কান্টি নাথ ও দৈনিক সবুজ বাংলা রাজস্থলী প্রতিনিধি উচ্চপ্রু মারমা নির্বাচিত হয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন