কুষ্টিয়া র‍্যাবের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ২ নেতা আটক

কুষ্টিয়া র‍্যাবের অভিযান
মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ । ১০:৪৮ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাব এর একটি অভিযানীর দল শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সেন্টার মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, প্রভাষক জহুরুল আলম ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বখতিয়ার উদ্দিন বাচ্চু শীতলাই পাড়ার নিজ বাড়ি থেকে আটক করেছে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আটককৃত জহরুল আলম দৌলতপুরের কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সম্পাদক হাসনা ইননাহিয়ান সজিবের নিকট আত্মীয় হওয়ায় সে জহুরুল কে ছাড়ানোর জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগে প্রকাশ ।

এদিকে আটক অপর যুবলীগ যুগ্ম সম্পাদক বখতিয়ার উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকায় চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। আটক তোদের শনিবার ৫ অক্টোবর সন্ধ্যায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন