দেওয়ানগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

ওমর-আল-বশির দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ । ২:২১ অপরাহ্ণ

জন্ম – মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন, প্রতিপাদ্য নিয়ে সারাদেশের সাথে তাল মিলিয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে।

দিবসটি উদযাপনের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে রেলি হয়। এরপর মিলনায়তন হলে আলোচনা সভা ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর আজাদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন হতে আগত মেম্বার চেয়ারম্যানগণ।

শেখ জাহিদ হাসান প্রিন্স তার বক্তব্যে বলেন, ভোটার হওয়ার আগ পর্যন্ত জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি নাগরিক সুবিধার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি মৃত্যু সনদটিও ওয়ারিস সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় । তাই নিয়মমাফিক জন্ম- মৃত্যু সনদ নিবন্ধন করা অত্যান্ত গুরুত্বপূর্ণ । আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষনা করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন