হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাংচুরের ঘটনায় প্রধান আসামী আটক:প্রসংশায় ভাসছে পুলিশ

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ । ২:২৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ক্যালিগ্রাফি ভাংচুরের ঘঠনায় জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত (শনিবার ৫ অক্টোবর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের নেতৃত্বে ওসি তদন্ত মো: টুটুল উদ্দিন, এস আই খালেদ শেখ, এস আই হাসমত আলী, ঐ ঘটনায় জরিত আসামী মোঃ রাকিবুল হাসান তুষার (২৮) কে কিশোরগঞ্জ জেলার যশোদল নিজ বাড়ী থেকে আটক করেছে। সে মৃত আবু বকর সিদ্দিকী (ধনু চেয়ারম্যানের) ছেলে। প্রাথমিক ভাবে ঘটনার দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ একটি মটর সাইকেল, একটি হেলমেট কালো গেঞ্জি জিন্স প্যন্ট কেডস ও একটি কুড়াল উদ্ধার করেছে।

বিরতিহীন কাজ করে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছে হোসেনপুর থানা পুলিশ।

উল্লেখ্য গত শুক্রবার (৪ অক্টোবর) পৌরসদর হাসপাতাল মোড়ে নব-নির্মিত জাতির পিতা ইব্রাহিম (আঃ) স্বরণিতে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ম্যুরাল ক্যালিগ্রাফি ভাংচুরের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় মো: ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-২ (তারিখ-০৪/১০/২০২৪ইং)।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, আসামী তুষারকে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন