শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ । ৬:০১ অপরাহ্ণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ও নিয়মিত মামলার ৩ জন আসামি গ্রেফতার।

গতকাল শনিবার (০৫অক্টোবর) রাতে শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কান্ত নাথ এর দিকনির্দেশনায় এসআই মোঃ জহিরুল ইসলাম,এসআই আবুল কাশেম, এএসআই আল মামুন নেতৃত্বে এলাকায় অভিযান পরিচালনা করে ৩জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলো- সিআর নং-১৩২/২৪ মামলা উপজেলার সুদিয়াখলা গ্রামের আ: সালামের মেয়ে তসলিমা আক্তার(২৮)।

ফৌজদারী আপিল মামলা নং-১৮/২০২৩ ০১মাসে ২০ দিনের সাজাপ্রাপ্ত আসামি ব্রাম্মনডোরা গ্রামের মৃত তাহির মিয়া ছেলে আজদু মিয়া(৩০)।

নিয়মিত মামলা নং-০৬ তাং-২২/০৯/২৪ এর আসামী সুরাবই গ্রামের মৃত জমির আলী ছেলে সৈয়দ মুমিন আলী(৪৩)।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ দিলিপ কান্ত নাথ৷ তিনি বলেন আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন