ধামইরহাটে পূজা মন্ডপের নিরাপত্তা দিতে আনসার ভিডিপির উদ্দেশ্যে ব্রিফিং 

মোঃ উজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ । ১:৪৩ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয়  দুর্গাপূজায় পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় সুষ্ঠু ও শৃংখলার সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে শান্তি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত  আনসার ভিডিপিদের উদ্দেশে ব্রিফিং করেন ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম।

৮ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ব্রিফিং কালে এই উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসাঃ আফরোজা খানম ও আনসার ভিডিপি প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল। উপজেলার ৩০ টি পূজা মন্ডপ নিরাপত্তার জন্য নিয়োগকৃত ২০৬ জন আনসার ব্রিফিং কালে উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম বলেন, পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার বাহিনী পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে।

তিনি আরো বলেন, পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসকের পাশাপাশি ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের কড়া নির্দেশনা রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন