কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

নেত্রকোণা প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ । ৪:৩৯ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মঙ্গলবার বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হবে। আগামীকাল বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব।

দেবী দুর্গার এবার ধরণীতে আগমন হবে দোলায় বা পালকিতে বিদায় নিবে ঘোটক বা ঘোড়ায়।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ঘিরে সারাদেশের পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।আগামী ১৩ অক্টোবর রোববার প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী শারদোৎসব।

মদন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার পাল জানান, এবার মদন উপজেলায়, ১৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমি ও সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেছি। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য সি সি ক্যামেরা বসানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইম হাসান জানান মদন উপজেলায় ১৩ টি পূজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার বাহিনী ও পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আহবান করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন