
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামে মারুফা বেগম (২১) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মারুফা বেগম ওই গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, মারুফা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। এক মাসে আগে ফুলপাড়া গ্রামের বাসিন্দা ইসরাইল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ে পরে পারিবারিক দরিদ্রতার কারনে তার স্বামী কাজের জন্য ঢাকা যেতে চাইলে সে নানারকম টালবাহানা করে। পরে ইসরাইল জোরপূর্বক ঢাকায় চলে যায়।
গত সপ্তাহে তার স্বামী ছুটি নিয়ে বাড়িতে আসে। গতকাল আবার ইসরাইল ঢাকায় যেতে চাইলে সে বাঁধা দেয়। পরে তার স্বামী চুপিসারে ঢাকায় চলে যায়। এ ঘটনায় মারুফা আজ বিকেলে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
এর আগেও মারুফা বেগমের অন্যত্র বিয়ে হয়েছিল এবং মানসিক সমস্যার কারনে আগের স্বামী তাকে তালাক দেয় বলে জানা যায়।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ গৃহবধুর মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেন।