
নেত্রকোনার আটপাড়ায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা২০২৪ এর পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা লরুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
সভাকক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান , অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা। পরে প্রতিযোগীদের মাঝে পুরুরস্কার বিতরণ করা হয়।