শারদীয় দুর্গাপুজা উপলক্ষে রাজস্থলীতে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি :
প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ । ৪:০২ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়ন কাপ্তাই সেনা জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েলের নির্দেশনায় রাজস্থলী সাব জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে রাজস্থলী শ্রী শ্রী হরিমন্দির পূজামন্ডপে এই সহায়তা প্রদান করা হয়। এই আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজস্থলী ক্যাম্প জেসিও, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফুল ইসলাম, পুজা কমিটির সভাপতি মিঠুল চন্দ্র দে, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার।

এসময় রাজস্থলী সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন ফারহান আবরার কবির বলেন, রাজস্থলী একটি সম্প্রীতির উপজেলা হিসেবে পরিচিত। এই সম্প্রীতি রক্ষায় আমরা সকলকেই একত্রিত হয়ে কাজ করে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকের এই সামান্য আয়োজন। আশা করি আমাদের সকলের প্রচেষ্টায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবো এবং আমাদের এ ধরনের উদ্যোগে আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এছাড়াও সকালে ড্রোন নিয়ন্ত্রনের মধ্য দিয়ে পুজামন্ডপের নিরাপত্তা প্রদান এবং মন্দিরের আশপাশের এলাকায় বুধবার হাটের দিন যাতে পাহাড়ী বাঙ্গালী সকলে মিলে মিশে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই বিষয়ে নজরদারি করেন রাজস্থলী ক্যাম্প কমান্ডার।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন