
০৯ অক্টোবর’২৪ ইং রোজ বৃহস্পতিবার শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী দ্বীপ জেলা ভোলায় আগমনে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ।
ভোলা সদর ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ছেলে আব্দুল্লাহ রনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে সাইনবোর্ড সানার পার্ক, ঢাকায় ৫ আগস্ট’২৪ আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদস্য আব্দুল্লাহ রনি কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ আবু জাফর, সহ-সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এইচএম ইয়ামিন ইরফান, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইয়াছিন ঢালী, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ শাহীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম শাওন সহ থানা ও ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হাদিয়া প্রদান করেন।