
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামীর তিলাই ইউনিয়ন শাখার কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত তিলাই উচ্চ বিদ্যালয় এর হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা জামাতের আমির আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা করেন উপজেলা জামাতের বাইতুল মাল আবু সাঈদ, মাওলানা মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান। এতে তিলাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টি এস শেষে উপজেলা জামাতে আমিরের নেতৃত্বে ধামের হাট বটতলা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করে কর্মসূচি টি শেষ করেন।