পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান :
প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ১০:২৬ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় – দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা পৌর এলাকায় অনুষ্ঠিত পুজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ-সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার সহ জেলা,পৌর ও সদর উপজেলা বিএনপি,জেলা যুবদল,ছাত্রদল,জাসাসের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান। ১১ ই অক্টোবর রাতে সদর ইউনিয়নের বিভি- ন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই সময় পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ প্রদান করা হয়।

পরিদর্শনকালে সাথে ছিলেন সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক , সদস্য সচিব , বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জাবেদ রেজা বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এছাড়া উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনে সহায়তা করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন