সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

মো:সিরাজুল ইসলাম পলাশ, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৬:৩০ অপরাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবুল, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব রেজাউল করিম সহ আরো অনেকে।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক আলতাব হোসাইন সুমন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত  রিপোর্টার্স ইউনিটির সদস্য রেজাউল করিম। জাহিদ সহ আরো অনেকে। এসময় ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন  গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি আগামীতে সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করবে বলে জানান।

শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়াম  হলে রিপোর্টার্স  ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।  বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান  সাংবাদিকদের মত প্রকাশে স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন