ভূরুঙ্গামারীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় আটক যুবক

মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ৯:১৮ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

কটূক্তি কারি যুবক জুবায়ের হোসেন সাজু (২১) পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশঝানী গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সে বীরগঞ্জ কলেজের অনার্স প্রথম বর্ষে ইসলামী ইতিহাসের ছাত্র।

রবিবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করে পোস্ট দেয় । পরে স্থানীয়দের তোপের মুখে পড়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাত্রেই কোর্টে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কটূক্তি কারী যুবকের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন স্থানীয় জনতাকে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন