মালয়েশিয়ার কথা বলে সাগর ঘুরিয়ে নামিয়ে দেয়া হলো ইনানীতে : ২৬ রোহিঙ্গা আটক

ওসমান গনি, বিশেষ প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ । ১০:৩৯ অপরাহ্ণ

গভীরসমুদ্রে ভাসছিলো শতাধিক রোহিঙ্গাকে বহন করা ট্রলার, উদ্দেশ্য অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা। ঝুঁকি নিয়েও সে স্বপ্নপূরণ হলো না। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালেশিয়া যাওয়া শতাধিক নারী-পুরুষকে ইনানী সমুদ্র সৈকতে নামিয়ে দিয়ে পালিয়েছে মানবপাচারে জড়িত দালালেরা।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ের দিকে আসতে দেখে পাশের কোস্টগার্ড স্টেশনে খবর দেন।

এলাকাবাসী জানান, পাশের কোস্টগার্ডের স্টেশনে খবর দেওয়া হলেও তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এই সুযোগে কমপক্ষে ৬০/৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায়।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কূলে অবস্থানরত ২৬ জনকে আটক করে, পরে তাদের কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন