খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দহেন বিকাশ,স্টাফ রিপোর্টার, ত্রিপুরা, খাগড়াছড়ি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ২:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ, এনজিও বৃন্দ এবং সুধীজনের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর, ২০২৪) দুপুরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গণে “হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” প্রতিপাদ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট লুলু মারজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম, দিদারুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ আমিনুর রসুল, খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সমাজসেবক ধীমান খীসা, স্বপ্ন প্রতিবন্ধী আশ্রম পরিচালনা পর্ষদের সভানেত্রী ত্রিনা চাকমা এবং জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু তাহের।

বক্তারা বলেন, “প্রতিবন্ধীদের সাহায্য করলে তারা দেশের উন্নয়নে অংশীদার হতে পারবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। টেকসই উন্নয়ন অর্জনে প্রতিবন্ধীদেরও ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ তুলে দেওয়া হয় এবং তাদের পরিবেশনায় গান পরিবেশিত হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন