দীঘিনালায় বাবুর্চি স্বর্ণকুমার ত্রিপুরা গুলিতে নিহত: গভীর রাতে সন্ত্রাসী হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৬:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় স্বর্ণকুমার ত্রিপুরা নামে এক ব্যক্তিকে দুবৃর্ত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বোয়ালখালী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পোমাং পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত স্বর্ণকুমার ত্রিপুরা পেশায় একজন বাবুর্চি এবং তিনি মৃত বদন কৃষ্ণ ত্রিপুরার সন্তান। স্বর্ণকুমার ত্রিপুরার স্ত্রী ও দুই সন্তান রয়েছে, যারা বর্তমানে গভীর শোকে ভুগছেন।

নিহতের ছেলে জুয়েল ত্রিপুরা (১৯) বলেন, “আমার বাবা রাজনৈতিক কোনো সংঘঠনের সাথে জড়িত ছিলেন না। তিনি শুধুমাত্র বাবুর্চির কাজ করতেন এবং পারিবারিকভাবে কারো সাথে কোনো দন্দও ছিল না।”

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, গভীর রাতে স্থানীয়রা একটি গুলির শব্দ শোনেন। রাতের অন্ধকারে আতঙ্কিত হয়ে কেউ ঘর থেকে বের হতে পারেনি। ভোরে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বর্ণকুমার ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করে। তদন্তের প্রাথমিক পর্যায়ে জানা গেছে যে, তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না এবং তাঁর পিঠে গুলির চিহ্ন রয়েছে।

মরদেহটি উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনাটির দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন