প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুঃস্থদের জন্য ১ টাকায় বাজারের আয়োজন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ । ৬:৫৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মালম্বীদের আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৫ অক্টোবর, ২০২৪) সকাল ১১টায় জেলা সদরের অরুনিমা কমিউনিটি সেন্টারে প্রবারণা বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু।

এই প্রবারণা বাজার থেকে একজন ক্রেতা মাত্র ১ টাকায় চাল, ডাল, চিনি, নারকেল, সুজি, ডিম, তেলসহ মোট ১৯টি পণ্যের মধ্যে যেকোন ৭টি পণ্য কিনতে পারবেন। উৎসবের আগে এমন উদ্যোগে খুশি হতদরিদ্ররা। এছাড়া, সুবিধা বঞ্চিত ও দুঃস্থ শিশু, বৃদ্ধ ও মহিলারা ১ টাকায় নতুন কাপড় কেনার সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হল উৎসবের সময় ধনী ও দরিদ্রের বৈষম্য দূর করে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। তারা আশা করেন, এই ধরনের উদ্যোগ সমাজের দুঃস্থ মানুষদের মধ্যে একটি নতুন আশা জাগাবে এবং সকলের মাঝে সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন স্থাপন করবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন