দুমকীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ২লক্ষাধিক টাকার জাল জব্দ

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালী :
প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ । ৮:১৪ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় প্রায় ৯হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার সকাল ৯টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদের দিক নির্দেশনায় এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মশিউর রহমানের নের্তৃত্ত্বে অভিযান পরিচালনা করেন দুমকী থানা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় তারা অভিযান চালিয়ে আনুমানিক ৯০০০ মিটার জাল এবং প্রায় ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করে।

তবে জাল ও মাছ ফেলে পালিয়ে গেলে কোন জেলেকেই আটক করা সম্ভব হয়নি বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম। আটককৃত জালের মূল্য আনুমানিক ২লক্ষ ২৫ হাজার টাকা বলে জানা যায়। পরে বেলা ২.৩০ মিনিটের সময় আটককৃত জাল পাতাবুনিয়া খেয়াঘাটে এসে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো নুরে হেরা এতিম খানায় বিতরণ করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন