চিলাহাটিতে এক তরুণের আত্নহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ । ৫:৩০ অপরাহ্ণ

ডোমার উপজেলার চিলাহাটি নিজ ভোগডাবুরী মুন্সিপাড়া পাড়া গ্রামের নিজ বাসা থেকে অদূরে বাশ বাগান সংলগ্ন আম গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় জোবায়ের (২১) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন।

পারিবারিক সূত্রে জনা যায় ১৬ই অক্টোবর গতরাত্রে ভাত খাওয়া শেষে কোনকিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় জুবায়ের। এরপর বেশ কিছুক্ষন সময় অতিবাহিত হলেও তার ঘরে ফেরার নাম নেই সে কারনে বাসার লোকজন খুজতে বের হয়।

এক পর্যায়ে জোবায়েরের বাবা মোক্তারুল তার ছেলেকে খুজতে যাওয়ার সময় পথিমধ্যে দুজন ছেলের কাছে জানতে পারে একটি লাশ ঝুলে আছে আম গাছে। সে তাৎক্ষণিক দৌড়ে গিয়ে তার ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। সেখান থেকে লাশ নামিয়ে বাসায় নিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি সুত্রে খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের প্রশাসন দ্রত পৌঁছে যায়। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ডোমার থানায় পাঠিয়ে দেয়। তখন পর্যন্ত মৃত্যুর কোন কারন যানা যায় নি।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান লাশ নিয়ে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছেনা ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন