নেত্রকোনায় বন্যাকবলিতদের পাশে মাস্তুল ফাউন্ডেশন ও স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা

আলী আজগর (পনির) নেত্রকোনা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ । ৫:৩৮ অপরাহ্ণ

গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার নেত্রকোণা জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে মাস্তুল ফাউন্ডেশন গত বুধবার জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ও পোগলা ইউনিয়ন এবং দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করেছে স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা।

স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ কায়েশ আহমেদ এর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক টিম ত্রাণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে। স্থানীয় ভলান্টিয়ারদের পাশাপাশি প্রাণ আরএফএল কোম্পানির ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তারা ত্রাণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন। 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, বিস্কুট,নুডলস, লবণ, শুকনো খাবার এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। এই উদ্যোগের মাধ্যমে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সাময়িক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এনে দেওয়ার চেষ্টা করা হয়।

মাস্তুল ফাউন্ডেশন ও স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা ভবিষ্যতেও এমন মানবিক সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন মোঃ কায়েশ আহমেদ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন