
পটুয়াখালীর দুমকিতে গাঁজাসহ মোঃ শোয়েব খান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে তাকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালতলী বাজার এলাকা থেকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই রাজিব হোসেনের নের্তৃত্ত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তালতলী বাজারের পাশে নিজ বসত ঘর থেকে মোঃ শোয়েব খানকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শোয়েব খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা গ্রামের আব্দুল মাজেদ খানের ছেলে।
তার বিরুদ্ধে দুমকি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়ে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।