
গ্রামীণ সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি জয়নাল আবেদীন দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সংবর্ধনা দেয়া হয়। গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সকল সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সিনিয়র সহসভাপতি অটল শরীয়ত উল্লাহ, দৈনিক আজকের পত্রিকার কে এম মিঠু, দৈনিক কালবেলার নুরআলম, যুগান্তরের সেলিম হোসেন, দৈনিক বাংলার রুবেল আহমেদ, দৈনিক দিনকালের আব্দুস সালাম খান, দৈনিক ভোরের ডাক এর বিধান চন্দ্র রায়, সকালের সময়ের কায়ছার মিয়া, দৈনিক এশিয়া বাণীর সুমন মিয়া প্রমুখ। উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন টানা ৪৩ বছর ধরে দৈনিক ইত্তেফাকের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি হিসাবে কাজ করছেন।