
জয়পুরহাটের আক্কেলপুরে এক কৃষকের বাড়ির গেটের তালা কেটে পৃথক তিনটি শয়ন কক্ষে পরিবারের ৪ সদস্যকে বেধে রেখে ডাকাতির অভিযোগ ওঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকার সোনামুখী হাজিপাড়া গ্রামে ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে হাজিপাড়া গ্রামের কৃষক আবু তালেব খোকা (৬০) ও তার পরিবারের সদস্যরা পৃথক তিনটি শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। আনুমানিক ২ টায় ১২ থেকে ১৪ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির গেটের তালা কেটে শয়ন কক্ষে প্রবেশ করে কৃষক আবু তালেব খোকাসহ তার স্ত্রী শিমু আক্তার (৪০), ছেলে শুভ (২৫) ও মেয়ে সিনথিয়াকে (১২) হাত, পা ,চোখ , মুখ বেধে রেখে মারধর করে ৩টি গরু, মা ও মেয়ের ব্যবহৃত স্বর্ণ, নগদ ৬৮ হাজার টাকা , ২টি মোবাইলফোন ও ১ টি নষ্ট এলইডি টিভি নিয়ে বাহির থেকে প্রতিটি শয়ন কক্ষের দরজা বন্ধ করে রেখে গেছে। মা ও মেয়ে একই ঘরে থাকায় মেয়ের হাতের বাধন মা খুলে দিলে মেয়ে সিনথিয়া বাথরুমের ভ্যান্টিলেটার দিয়ে বাহিরে এসে প্রতেকটি দরজা খুলে অন্যদের হাতের বাধন মুক্ত করে দেয়। পরে তাদের চিৎকারে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবু তালেব বলেন, আমরা প্রত্যেকেই ঘরে ঘুমিয়ে ছিলাম। তারা দরজার তালা কেটে ঘরে ঢুকে আমাদের হাত, পা, চোখ,মুখ বেঁধে রেখে মারধর করে সব নিয়ে গেছে। থানায় এসেছি অভিযোগ করতে।
প্রতিবেশী আরিফ বলেন,চিৎকার শুনে এসে দেখি তাদের বাড়িতে ডাকাতি হয়েছে। তাদের বেঁধে সব নিয়ে গেছে। আমাদের এলাকায় এই ধরণের ঘটনা গত ৪০ বছরেও ঘটেনি। এখন আমরা এলাকাবাসীও গরু,ছাগল, বাড়িঘর নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।