
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা করেছে গাইবান্ধা জেলা শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সম্পাদক।
শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. এম এ রিপন রবি (আংশিক) কমিটি ৬ মাসের অনুমোদন করেন।
আংশিক কমিটিতে মো. রিপন মিয়া সভাপতি, আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক এবং মো. নাফিম কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সুন্দরগঞ্জ উপজেলা শাখার ছাত্র অধিকার পরিষদের নতুন এই কমিটি আগামী দিনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে।