
২৪ ঘন্টার মধ্যে পুলিশ কর্মকর্তার ছি ন তা ই হওয়া ফোন উদ্ধার
গতকাল সকাল ০৭.১০ মিনিটে মোহা. ইমামুর রশীদ মহোদয় পুলিশ সুপার কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল সদর থানাধীন টাঙ্গাইল ক্লাবের পিছনে সরু রাস্তা দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় হাতে থাকা তাঁর ব্যবহৃত ওয়াল্টন ব্যান্ডের মোবাইল ফোন ছিনতাই হয়। আভিযানিক টিম সিসি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক চু রি র ঘটনার সাথে জড়িত ছিনতাইকারী মোঃ হাবিব (২২), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-সাহিদা, গ্রাম-থানা পাড়া, থানা-টাঙ্গাইল সদর থানাধীন বেপারীপাড়াস্থ বোখারী মসজিদ এর সামনে থেকে আ ট ক করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। থানার সিডিএমএস ও রেকর্ড পত্র যাচাই করে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডা কা তি র প্রস্তুতি, চু রি স হ একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন আছে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আ ট কে র বিষয় নিশ্চিত করেছে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহাম্মেদ