বিডি ক্লিনের উদ্যোগে ইসমাইলপুর দাখিল মাদ্রাসা পরিচ্ছন্ন ঘোষনা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর দাখিল মাদ্রাসায় “বিডি ক্লিন -বাংলাদেশ” আক্কেলপুর শাখার আয়োজনে শপথ ব্যাক্য পাঠের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷
ইসমাইলপুর দাখিল মাদ্রাসা ও আরোহী ফিজিওথেরাপি সেন্টারের সার্বিক সহযোগিতায় এবং বিডি ক্লিন আক্কেলপুরের তত্তাবধানে প্রোগ্রামটি সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত হয়।
এছাড়াও পরিচ্ছন্নতা শেষে সকল ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বার্তা প্রদান করেন, মোঃ সৈকত বাবু (ফিজিওথেরাপিষ্ট), আরোহী ফিজিওথেরাপি সেন্টার, আক্কেলপুর, জয়পুরহাট। এসময় ভলান্টিয়ার দায়িত্ব পালন করেন ইসমাইলপুর যুব সংগঠনের সকল সদস্যগন।
বিডি ক্লিনের আক্কেলপুরের দায়িত্বশীল সদস্য মোঃ সৈকত বাবু বলেন, আমরা আক্কেলপুরে তরুণ তরুণী ২০ জন সদস্য নিয়ে ইসমাইলপুর দাখিল মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্ন ফিরে আনার জন্য কাজ করতেছি। আমরা এ কাজের মাধ্যমে ইসমাইলপুর দাখিল মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করলাম এবং পরবর্তীতে যেন সবাই যত্র তত্র ময়লা না ফেলে সে বিষয়ে সকল ছাত্র ছাত্রী সহ আশে পাশের সবাইকে সচেতন করেছি। আমাদের এই মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র ছাত্রী অংশগ্রহণ করার জন্য আগ্রহী হয়েছেন এবং যত্র তত্র ময়লা ফেলতে ওয়াদাবদ্ধ হয়েছেন।
বিডি ক্লিন আক্কেলপুরের দায়িত্বশীল সদস্য মোঃ সৈকত বাবুর পরিচালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার জাবেদ ইকবাল হাসান (ভারপ্রাপ্ত), জনাব এনামুল হক কাজী (সুপার, ইসমাইলপুর দাখিল মাদ্রাসা)
ক্বারী মোঃ আব্দুল কালাম আজাদ সহ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকামন্ডলী।
এসময় বিডি ক্লিনের দায়িত্বশীল সদস্য মোঃ সৈকত বাবু, আতিকুর আবির, নাসিম মন্ডল ও সদস্য রায়হান, রাব্বি, একরাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন